ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


ক্যারিয়ার গড়ার সুযোগ ইউরোপের আলবেনিয়া, বেতন ৫০০ ডলার!


১৬ আগস্ট ২০২১ ০৫:২৭

আপডেট:
১৬ আগস্ট ২০২১ ০৫:৫৬

আলবেনিয়া হলো দক্ষিণ-পূর্ব ইউরোপের বলকান দেশসমূহের একটি ছোট্ট দেশ। দেশটিতে প্রায় ৩০ লাখ জনগোষ্ঠী বসবাস করে। দেশটির রাজধানী তিরানা। দাফতরিক ভাষা আলবেনিয়ান। অধিকাংশ যুবক ইংরেজি, ইতালিয়ান ও গ্রিক ভাষায় কথা বলে।

দেশটির বর্তমান মাথাপিছু আয় প্রায় ৫ হাজার ৩০০ ডলার। মুদ্রা হচ্ছে লেক। গ্রিস, মেসিডোনিয়া, কসোভো, মন্টিনিগ্রো ও একপাশে ইতালির আদ্রিয়াটিক সাগর দ্বারা বেষ্টিত। যার আয়তন প্রায় ২৮ হাজার ৭৪৮ বর্গমাইল। দেশটিতে ৭৫% মুসলিম ও ২৫% খ্রিষ্টান রয়েছে। সাংবিধানিক কোন ধর্ম নেই। ইউরোপের সর্বোচ্চ সম্প্রীতির দেশ। ১৯১২ সালের ২৮ নভেম্বর অটোমান সাম্রাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।

ক্যারিয়ার গড়ার সুযোগ 

কাজের ধরণ, ভিসার ক্যাটাগরি: মাংস প্রসেসিং ,ফ্যাক্টরি ওয়ার্কার!

সুযোগ সুবিধা: ভিসার মেয়াদ চার বছর, চার বছর পরে  রেসিডেন্ট পারমিট বা স্থায়ী হওয়ার সুযোগ আছে। এছাড়াও থাকা, খাওয়া, যাতায়াত ও ট্রান্সপোর্ট কোম্পানি বহন করবে।৮ ঘন্টা করে সপ্তাহ ৬ দিন ডিউটি । বেতন - ৫০০$ ডলার, রয়েছে ওভার টাইম এর প্রচুর সুযোগ। 


প্রয়োজনীয় কাগজপত্র যা লাগব,

এপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট: * পাসপোর্ট,* পুলিশ ক্লিয়ারেন্স 

*এনআইডি অথবা জম্মনিবন্ধন (NID / Birth certificate)

*৪ কপি 3cm x 4cm সাইজ ছবি।* সিভি* সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট,* প্রসেসিং টাইম ১-২ মাস।

বৈধভাবে গেলে যা সুযোগ পাবেন,

কাজের নিশ্চয়তা শতভাগ। কারন প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়ের অধিন ”জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরো” (বিএমইটি) কর্তৃক ”ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড” অর্থাৎ ম্যানপাওয়ার করে রিক্রুটিং এজেন্সীর মাধ্যমে বিদেশে গেলে কোন ঝুকি ছাড়াই কাজের নিশ্চয়তা থাকে।”ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ড” হওয়ার পরে প্রবাসী কল্যান ব্যাংক থেকে ২-৩ লক্ষ টাকা লোন সুবিধা সুযোগ রয়েছে।

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন,"মল্লিক রিক্রুটিং এজেন্সি" সরকার অনুমোদিত (আর এল-১৭৩৩), মাহতাব সেন্টার, ১০ তলা, বিজয় নগর, ঢাকা। অফিস নম্বর: শাহ্ আলম,০১৭৪৫০৩১১৪৩, ০১৮৮৩৭০৭১৬৩