ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৫ই চৈত্র ১৪৩০


সিরিজ জয়ের লক্ষ্যে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ


২৫ ফেব্রুয়ারি ২০২২ ২১:৫৯

আপডেট:
২৯ মার্চ ২০২৪ ০১:২৫

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নেবে টাইগাররা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে রোমাঞ্চকর জয় পায় বাংলাদেশ। আজকেও একই মাঠে জয়ের স্বপ্ন নিয়ে মাঠে নামছে তামিম ইকবালের দল। ম্যাচটি শুরু হবে বেলা ১১টায়।

দ্বিতীয় ওয়ানডেতে একাদশে তিন পরিবর্তন এনেছে আফগানরা। রিয়াজ হাসান, ফরিদ আহমেদ ও আজমতুল্লাহ ওমরজাই এসেছেন দলে। বাদ পড়েছেন ইব্রাহিম জাদরান, ইয়ামিন আহমেদজাই ও গুলবাদিন নাঈব।

তবে একাদশে পরিবর্তন আনেনি বাংলাদেশ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিকেরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফরিদ আহমেদ মালিক, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই।