ঢাকা শুক্রবার, ১৭ই মে ২০২৪, ৪ঠা জ্যৈষ্ঠ ১৪৩১


চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে অপহরণের পর হত্যা


১০ নভেম্বর ২০১৮ ১৫:৫৪

আপডেট:
১৭ মে ২০২৪ ২৩:৫৩

চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে অপহরণের পর হত্যা

আশুলিয়ায় একটি চলন্ত বাস থেকে বাবাকে ফেলে দিয়ে মেয়েকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে বাসচালক ও তার সহযোগীদের বিরুদ্ধে। হত্যার পর ওই মেয়ের লাশ মহাসড়কের পাশেই ফেলে রেখে পালিয়ে যায় তারা। এ ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি পুলিশ।

শুক্রবার (৯ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের মরাগাঙ্গ থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়।

মৃত জরিনা খাতুন (৪৫) সিরাজগঞ্জের চৌহালীর আকবর আলী মণ্ডলের মেয়ে।

পুলিশ ও জরিনার বাবা জানান, জরিনা তার বাবাকে নিয়ে শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে বাসে করে স্বামীর বাড়ি টাঙ্গাইলের উদ্দেশে রওনা দেন। এসময় বাসচালক, হেলপার ও সুপারভাইজারসহ কয়েকজনের সঙ্গে তাদের বাকবিতণ্ডতা হয়। রাত ৮টার দিকে আশুলিয়া ব্রিজের নিচে আকবর আলীকে চলন্ত বাস থেকে ফেলে দেন চালকের লোকজন। আকবর আলী বিষয়টি পুলিশকে জানান। পরে টহল পুলিশের একটি দল খুঁজতে খুঁজতে পাশের মরাগাঙ্গ এলাকায় মহাসড়কের পাশে তার মেয়ের মরদেহ দেখতে পায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় জরিনার স্বামী নুর ইসলাম বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত বাসচালক, হেলপার ও বাসের নাম শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের প্রস্তুতি চলছে।