নোয়াখালীর ৮ স্বাস্থ্য কমপ্লেক্সে ৮২ আউটসোর্সিং কর্মীর চাকরি নবায়ন না হওয়ায় চরম অনিশ্চয়তা
নোয়াখালী জেলার আটটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আউটসোর্সিংয়ের মাধ্যমে কর্মরত ৮২ জন কর্মীর চুক্তির মেয়াদ ৩১ জুন ২০২৪ তারিখে শেষ হলেও তারা সিভিল সার্জন কার্যালয়ের নির্দেশে চলমানভাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে নতুন করে চুক্তি নবায়ন না হওয়ায় হঠাৎ করেই তারা চাকরিবিহীন হয়ে পড়েছেন।
কর্মীরা জানান, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নোয়াখালী সিভিল সার্জন তাদের কাজে অব্যাহত রাখার নির্দেশ দেন এবং আশ্বস্ত করেন যে নতুন আউটসোর্সিং প্রতিষ্ঠান দায়িত্ব পেলেও বিদ্যমান কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু শেষ পর্যন্ত সেই অঙ্গীকার রক্ষা হয়নি, বরং নতুন প্রতিষ্ঠানে তাদেরকে আর অন্তর্ভুক্ত করা হয়নি। এতে কর্মীদের জীবিকা চরম অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।
২ ডিসেম্বর সোমবার সকালে চাকরি পুনর্বহালের দাবিতে ৮২ জন কর্মী নোয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেন। তারা অভিযোগ করেন, সিভিল সার্জন কার্যালয় থেকে কোনো যোগদান অনুমতি না পাওয়ায় আগের কর্মস্থলে ফিরে যেতেও পারছেন না।
চাকরি হারিয়ে পরিবার-পরিজন নিয়ে মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন এসব কর্মী। দ্রুত পুনর্বহাল ও চুক্তি নবায়নের দাবিতে তারা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মহাপরিদর্শকের কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন।
কর্মীরা বলেন, “আমরা বহুদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে নিষ্ঠার সঙ্গে কাজ করেছি। হঠাৎ করে চাকরি বন্ধ হয়ে যাওয়ায় ঘর চালানোই কঠিন হয়ে পড়েছে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ চাই।”
স্থানীয়ভাবে এই ঘটনায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং ভুক্তভোগীরা দ্রুত সমাধানের প্রত্যাশায় রয়েছেন।
