রামুতে পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ লিটার চোরাই মদ উদ্ধার, একজন গ্রেফতার
কক্সবাজারের রামু থানার পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করেছে। এ সময় একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে রামু থানার এসআই (নিঃ) নিক্সন চৌধুরীর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে রামু থানাধীন খুনিয়াপালং ইউনিয়নের ১নং ওয়ার্ডের পাইন বাগান ডালারমুখ এলাকায় মরিচ্যা-রামু পাকা সড়কে পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালানোর চেষ্টা করে।
এ সময় পুলিশের ধাওয়া ও তৎপরতায় মোঃ শুক্কুর (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উখিয়া থানার চোয়ানখালী এলাকার স্থায়ী বাসিন্দা এবং বর্তমানে খুনিয়াপালং ইউনিয়নের থোয়াইংগাকাটা এলাকায় বসবাস করছিলেন।
পরে আটককৃত ব্যক্তির কাঁধে বহন করা বাঁশের ভারে থাকা দুটি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে চারটি পলিথিনে রাখা মোট ৮০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। প্রতিটি পলিথিনে ২০ লিটার করে মদ ছিল।
উদ্ধারকৃত মাদক জব্দ করে অভিযুক্তকে গ্রেফতারপূর্বক থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
