ঢাকা শুক্রবার, ২রা জানুয়ারী ২০২৬, ১৯শে পৌষ ১৪৩২


বেলকুচিতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা ময়ান আলীর দাফন সম্পন্ন


প্রকাশিত:
১ জানুয়ারী ২০২৬ ২২:৫২

সিরাজগঞ্জ জেলায় বেলকুচিতে রাজাপুর ইউনিয়নে বৈলগাছি গ্রামের বীর মুক্তিযোদ্ধা ময়ান আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। বুধবার(৩১শে ডিসেম্বর) যোহর নামাজের আগে নিজ বাড়ীতে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। ময়ান আলীর বেসামরিক গেজেট নং - ২৩৪৯।

বেলকুচি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন।

এ সময় জাতীয় পতাকা দিয়ে আচ্ছাদিত মহরমের মরদেহে পুষ্প মাল্য অর্পণ করা হয়। সিরাজগঞ্জ জেলার পুলিশের একটি চৈাকস দল তাকে গার্ড অফ অনার দেয়। বিউগলে করুন সুর বাজানো হয়, এক মিনিট নিরাপত্তা পালন করা হয়।

গার্ড অফ অনার অনুষ্ঠানে বেলকুচি থানার তদন্ত অফিসার মোঃ জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা কাদের, বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান,সাংবাদিক সহ অসংখ্য মুসল্লিগণ উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায় মরহুম বীর মুক্তিযোদ্ধা ময়ান আলী তার নিজ বাসভবনে ভোর ছয়টা সময় মৃত্যুবরণ করেন। ময়ান আলীর দুই ছেলে চার কন্যা ওয়ারিশ সহ অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।