ঢাকা শনিবার, ৩রা জানুয়ারী ২০২৬, ২০শে পৌষ ১৪৩২


নাগেশ্বরীতে বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৬ ২১:৫২

কুড়িগ্রামের নাগেশ্বরীতে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, ক্রেস্ট প্রদান এবং নতুন বছরের পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

আল কাওছার মেরিট মাদরাসার উদ্যোগে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ১১টায় মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। কুড়িগ্রাম আলিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা ড. শাহজালাল হকের সভাপতিত্বে এবং আল কাওছার মেরিট মাদরাসার পরিচালক মাওলানা মো. জোনায়েদ হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন কলেজ মোড় দারুল ফালাহ জামে মসজিদের খতিব হাফেজ মো. মনিরুজ্জামান খান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন টেপারকুটি দাখিল মাদরাসার শিক্ষক মাওলানা মো. ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী বালিকা মাদরাসার আরবি শিক্ষক মাওলানা মো. আব্দুর রাজ্জাক। এছাড়াও অনুষ্ঠানে আল কাওছার মেরিট মাদরাসার পরিচালক হাফেজ মো. আব্দুল মান্নান আপেলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে নিয়মিত অধ্যয়ন ও চরিত্র গঠনের কোনো বিকল্প নেই।