ঢাকা রবিবার, ২৩শে নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ ১৪৩২


জাজিরায় ইয়াবাসহ কলেজ ছাত্র আটক


প্রকাশিত:
১ জুন ২০১৯ ২১:৪০

শরিয়ত পুর জাজিরার বিকেনগর থেকে ৪৮০ পিস ইয়াবাসহ বঙ্গবন্ধু কলেজের ছাত্র রহিম মাদবরকে (১৯) আটক করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটক যুবক শরিয়তপুর জাজিরার বিকেনগর বঙ্গবন্ধু কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ও বিকেনগর সদর আলী মাদবরের কান্দির ফয়জল মাদবরের ছোট ছেলে।

জাজিরা থানার ভারপ্রাপ্ত ওসি জানান, এ ব্যাপারে বিস্তারিত তথ্য জানার জন্য তাকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ চলছে।