ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ছিনতাইয়ের শিকার সাংবাদিকতা বিভাগের শিক্ষক


২১ ফেব্রুয়ারি ২০২০ ০৮:৪৭

আপডেট:
৩ মে ২০২৫ ০৮:১৯

ছিনতাইয়ের শিকার হলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক শিক্ষক।

তাঁর কাছ থেকে মুঠোফোন ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

আজ বৃহস্পতিবার বিকেল তিনটার দিকে কেরানীগঞ্জ আমিরাবাগ এলাকা থেকে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

পরে তিনি কেরানীগঞ্জ মডেল থানায় জিডি করেন। তার জিডি নম্বর ৯৩২।

এ বিষয়ে ছিনতাইয়ের শিকার গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাইসুল ইসলাম জানান, কেরানীগঞ্জের আমিরাবাগ এলাকা থেকে রিক্সায় করে বিশ্ববিদ্যালয়ে দিকে আসছিলেন।

এমন সময় ফোন আসলে পকেট থেকে মোবাইল ফোন বের করার সময় মোটরসাইকেলে আরোহী দুই ছিনতাইকারী তার হাত থেকে এ ফোনটি ছিনিয়ে নিয়ে চলে যায়।