ঢাকা শনিবার, ২০শে এপ্রিল ২০২৪, ৮ই বৈশাখ ১৪৩১


রাব্বানীসহ ঢাবির সিনেট সদস্য হলেন ৫ ছাত্রনেতা


১৪ জুন ২০১৯ ০৯:৪২

আপডেট:
২০ এপ্রিল ২০২৪ ০৭:০২

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সিনেটের সদস্য হলেন পাঁচ ছাত্রনেতা। তারা হলেন- বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু জিএস গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সঞ্জিত চন্দ্র দাস, ডাকসু ভিপি নুরুল হক নুর ও ডাকসু সদস্য তিলোত্তমা শিকদার।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকালে সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পাঠানো চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

এ দিকে সর্বাধিক ভোট পেয়ে ডাকসুর এজিএস নির্বাচিত হলেও সাদ্দাম হোসেন সিনেট সদস্য হননি। এ বিষয়ে তিনি বলেন, নারীদের ক্ষমতায়নের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে একজন মেয়েকে সিনেট সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। রাজনৈতিক উদারতার বহিঃপ্রকাশ হিসেবে নুরুল হক নুরকেও মনোনীত করা হয়েছে।

উল্লেখ্য, আগামী ২৬ জুন প্রথমবারের মতো তারা সিনেট অধিবেশনে যোগ দেবেন।