নকলায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পেইন

শেরপুরের নকলায় অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পেইন শুরু হয়েছে। ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প ও উপজেলা ভূমি অফিস, ইউএনডিপি বাংলাদেশ এর যৌথ আয়োজনে বৃহস্পতিবার উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদে ক্যাম্পেইন শুরু করা হয়।
তথ্য মতে, ১৬ ও ১৭ অক্টোবর (বৃহস্পতিবার ও শুক্রবার) ক্যাম্পেইন চলবে বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদ ও খারজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং ১৮ ও ১৯ অক্টোবর (শনিবার ও রবিবার) ক্যাম্পেইন চলবে গনপদ্দী ইউনিয়ন পরিষদে। উপজেলার বাকি ইউনিয়ন গুলোতে ক্যাম্পেইনের দিন-তারিখ পরবর্তীতে জনগনকে জানিয়ে দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
বৃহস্পতিবার সকালে বানেশ্বর্দী ইউনিয়ন পরিষদের ক্যাম্পেইনে কর্তব্যরত ইউনিয়ন ফেসিলেটর (ইউএফ) মো. আহসান হাবিব জানান, এই ক্যাম্পেইনের মাধ্যমে ভূমি মালিকদের বিনামূল্যে অনলাইন রেজিষ্ট্রেশন সম্পন্ন, তাদের নিজের নামে প্রোফাইল তৈরি করা, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভূমি মালিকদের নিজস্ব মোবাইল নাম্বার সংযুক্ত করা হচ্ছে।
বানেশ্বর্দী ক্যাম্পেইনের ডাটা এন্ট্রি অপারেটর (ডিইও) জাহিদ হাসান, শিহাব ও নূর ইসলাম জানান, গ্রাহকদের তথা ভূমি মালিকদের সেবা পেতে হলে তাদের নিজ নিজ জাতীয় পরিচয়পত্র (এনআইডি), নিজের ব্যবহৃত সচল মোবাইল নম্বর ও নামজারি পর্চা সাথে আনতে হবে। এসব অতি প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া গ্রাহকের কাঙ্খিত সেবা দেওয়া সম্ভব নয়।
সেবা গ্রহীতা মোজার বাজার এলাকার আরিফ হোসেন, ভূরদী গ্রামের আলকাছ আলী ও কায়দা গ্রামের রাশিদা বেগমসহ অনেকে জানান, অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে তথ্য সন্নিবেশ ও সংশোধন সংক্রান্ত ক্যাম্পেইনের ফলে ভূমি মালিকরা উপকৃত হচ্ছেন। আগামীতে বিভিন্ন কারনে ভূমি সংক্রান্ত হয়রানি থেকে ভূমি মালিকরা রেহায় পাচ্ছেন বলে তারা মন্তব্য করেন।