উপদেষ্টা ফারুক ই আজম এর পিরোজপুর আগমন

শুক্রবার (১০ অক্টোবর ২০২৫) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক, পিরোজপুর জেলায় আগমন করেন।
উপদেষ্টা মহোদয়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন পিরোজপুর জেলার পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
উপদেষ্টা মহোদয় জেলা সফরকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত, চলমান ও প্রস্তাবিত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, দুর্যোগ আশ্রয় কেন্দ্র এবং অন্যান্য উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন মাননীয় উপদেষ্টা মহোদয়ের একান্ত সচিব লেঃ কর্নেল (অবঃ) মোঃ আব্দুল গাফ্ফার, পিরোজপুর জেলার জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান সহ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।