ইসরায়েলি হামলায় রক্তাক্ত গাজা, প্রাণ গেল আরও ৩৯ জনের

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও অন্তত ৩৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৬২ জন। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান আগ্রাসনে গাজায় মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ২৪০ জনে। আহত হয়েছেন ১ লাখ ১৬ হাজার ৯৩১ জনের বেশি।
গতকাল সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
সংস্থাটি জানায়, গত ২৪ ঘণ্টায় চালানো বিমান হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশুরাও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে ও রাস্তায় পড়ে থাকা অনেকের কাছে এখনও উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি।
গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলা শুরু হয়। এরপর থেকে এখন পর্যন্ত ১ হাজার ৮৬৪ ফিলিস্তিনি নিহত এবং প্রায় ৪ হাজার ৯০০ জন আহত হয়েছেন। এই হামলার মাধ্যমে চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতির চুক্তি ভঙ্গ করেছে ইসরায়েল।
এর আগে, যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক চাপের মুখে গত ১৯ জানুয়ারি যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল। ফলে প্রায় দুই মাস গাজায় অপেক্ষাকৃত শান্ত পরিস্থিতি বিরাজ করছিল। তবে, গাজা থেকে সেনা প্রত্যাহার নিয়ে হামাসের সঙ্গে মতানৈক্যের জেরে মার্চের তৃতীয় সপ্তাহ থেকে আবারও হামলা শুরু করে তেলআবিব।
জাতিসংঘের তথ্যমতে, ইসরায়েলের টানা হামলায় গাজার প্রায় ৮৫ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ভূখণ্ডটির প্রায় ৬০ শতাংশ অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
এদিকে, আগ্রাসনের কারণে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে মামলার মুখে রয়েছে ইসরায়েল। একইসঙ্গে, গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের নভেম্বরে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তার সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত।