লাহোরে বৃষ্টি, হয়নি টস
বাংলাদেশ-পাকিস্তানের চলমান সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচের টস নির্ধারিত সময়ে হয়নি। দুপুর থেকে বৃষ্টি শুরু হয়েছে লাহোরে।
সোমবার গাদ্দাফি স্টেডিয়ামে বেলা তিনটায় মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের।
এদিন অভিষেক হতে পারে বিপিএল দিয়ে আলোচনায় আসা তরুণ পেসার হাসান মাহমুদের।
এই ম্যাচ খেলেই বাংলাদেশ দল দেশে ফিরবে। সেই ফেরাটা তাদের মোটেও সুখকর হচ্ছে না। প্রথম দুই ম্যাচ বাজেভাবে হেরে সিরিজ থেকে ছিটকে গেছে অতিথিরা। এখন সান্ত্বনার জয়ের খোঁজ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বিকাল তিনটায় মুখোমুখি হবে দুই দল।
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো নিজেই জানিয়েছেন একাধিক পরিবর্তনের কথা। তবে ঠিক কে কে একাদশে ঢুকছেন সে বিষয়ে কোনো নিশ্চয়তা দেননি তিনি।
প্রথম দুই ম্যাচ একেবারেই ভালো যায়নি মোস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচে একটি উইকেট পেলেও ৪ ওভারে তার খরচ ছিল ৪০। দ্বিতীয় ম্যাচে ২৯ রানে উইকেটশূন্য ছিলেন এই বাঁহাতি পেসার। বোর্ড সূত্রে জানা গেছে, আজকের ম্যাচে তার বদলে মাঠে নামতে পারেন রুবেল হোসেন।
বিপিএলের একমাত্র বাংলাদেশি সেঞ্চুরিয়ান নাজমুল হোসেন শান্ত ঢুকছেনও বলেও শোনা গেছে। তাকে জায়গা করে দিতে একাদশের বাইরে চলে যাবেন দ্বিতীয় ম্যাচে তিন নম্বরে খেলা মেহেদী হাসান।
বিপিএলে ১০ উইকেট নেওয়া হাসান খেললে বাদ পড়তে পারেন স্পিনার আমিনুল ইসলাম।