ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২


নেছারাবাদের ঐতিহ্যবাহী আলহাজ্ব আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া হাফেজিয়া মাদ্রাসায় ২২ তম ঈসালে সাওয়াব, ওয়াজ ও দোয়া মাহফিল


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫ ২৩:৩৯

পিরোজপুরের নেছারাবাদে "আলহাজ্ব আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া হাফেজিয়া মাদ্রাসা" ও বাইতুন নূর জামে মসজিদের উদ্যোগে ২২ তম বার্ষিক ঈসালে সাওয়াব ওয়াজ ও দোয়া মাহ্ফিল মঙ্গল ও বুধবার (১৬-১৭ ডিসেম্বর, ২০২৫) সুটিয়াকাঠী, জোড়াব্রীজ মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়।

ছারছীনা শরীফের বাহরে শরীয়ত মোজাদ্দেদে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোঃ মোহেব্বুল্লাহ ছাহেব (রহঃ) এর প্রথম ও আলহাজ্ব আব্দুর রউফ সাহেবের পঞ্চম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষ্যে এই ওয়াজ ও দোয়া মাহফিল মঙ্গলবার ১৬ ডিসেম্বর) বাদ আসর থেকে বুধবার (১৭ ডিসেম্বর) বাদ যোহর আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হয়।

ঈসালে সাওয়াব, ওয়াজ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীরে শরীয়ত ও তরীকত, আমীরে হিযবুল্লাহ, আলহাজ্ব হযরত মাওলানা মুফতী শাহ্ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন, মাদ্দাজিল্লাহুল আলী, পীর সাহেব, ছারছীনা দরবার শরীফ।

এছাড়াও হযরত পীর সাহেব কেবলার সফর সঙ্গী ও বিশিষ্ট ওলামায়ে কেরামগন ওয়াজ নসিহত করেন।

মাহফিলে এলাকার সকল দীনি পথের মুরব্বিয়ান, তরুন, যুবক, সুশীল ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব সহ মাদ্রাসা শিক্ষার্থীদের উপস্থিতি ও হাজারো মুসলীমের পদচারনায় মুখরিত হয়। উপস্থিত সকলে দীনি পথে হেদায়েত, ক্ষমা ও দীনি এলমের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন ও সকলের শান্তি কামনায় দোয়া করেন। এসময় বিভিন্ন ওলামায়ে কেরামগন দীনি এলম নিয়ে আলোচনা করেন।

মাহফিলটি আলহাজ্ব আব্দুর রউফ নেছারিয়া দীনিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং সেবা ও বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ সম্পাদক, আলহাজ্ব মোঃ মাহমুদ কবীরের তত্বাবধানে আয়োজিত হয়।

পরিশেষে পীর সাহেব সকলকে দীনি দাওয়াত দেন এবং বিভিন্ন হালাল হারাম বিষয় নিয়ে আলোচনা করেন। তিনি সকলকে নির্দেশনা দিয়ে বলেন, নবী করিম (সঃ) এর নীতি আদর্শ বাস্তবায়ন করে তার সুন্নতকে অনুসরন ও অনুকরণ করে চলতে হবে এবং মা বোনদের পর্দার ব্যপারে নির্দেশনা দেন। সমাজে শান্তি ও শৃঙ্খলা আনয়নে এবং সকলের সন্তানদের একটি অরাজনৈতিক সঠিক দীনি আমলের মাধ্যম "ছারছিনা দরবার শরীফ" মাদ্রাসায় পড়াশুনা করানোর জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান এবং মাদ্রাসার ৫৩ জন শিক্ষার্থীকে "হিফয সমাপনী সম্মাননা" (হাফেজ) হিসেবে পাগড়ি পরিধান করান।

পরিশেষে নবী করিম (সঃ) এর শানে দুরুদ পাঠ, দোয়া ও মোনাজাতের মাধ্যমে সকল মুসলীম উম্মাহ সহ ছারছীনা দরবার শরীফের বাহরে শরীয়ত মোজাদ্দেদে জামান আলহাজ্ব হযরত মাওলানা শাহ মোঃ মোহেব্বুল্লাহ সাহেব (রঃ) এবং আলহাজ্ব আব্দুর রউফ সাহেবের জন্য মাগফিরাত ও দোয়া প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে তবারক বিতরণ ও অতিথি আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।