ঢাকা বৃহঃস্পতিবার, ১৮ই ডিসেম্বর ২০২৫, ৪ঠা পৌষ ১৪৩২


মামলা তুলে নিতে হুমকি বিএনপি নেতাদের


প্রকাশিত:
১৭ ডিসেম্বর ২০২৫ ২৩:৫৯

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙা ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার শাহাদাৎ হোসেনকে পিটিয়ে টাকা ছিন্তায়ের ঘটনার মামলা তুলে নেওয়া হুমকি দিয়েছেন বিএনপি নেতারা।

এমন অভিযোগ করেছন বাদি শাহাদাৎ হোসেন। থানার এজাহার সূত্রে জানাযায় গত ১২ নভেম্বর দাঁতভাঙা ইউনিয়ন বিএনপির দুই নেতা ওই ইউনিয়ন ভুমি অফিসের তহশিলদার শাহাদাৎ হোসেনকে লোহার৷ রড দিয়ে পিটিয়ে আহত করে তার সাথে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এঘটনায় ওই তহশিলদার বাদি হয়ে রৌমারী থানায় টাকা ছিন্তাই ও সরকারি কাজে বাধা প্রদানের ধারায় একটি মামলা দায়ের করেন। অভিযুক্তরা হলেন দাঁতভাঙ্গা ইউনিয়নের ৬ নং ওয়াড বিএনপির সভাপতি আবু জাহান ও সাধারণ সম্পাদক সায়েজ উদ্দিন।

এরপর থেকে তারা পালাতক রয়েছেন বলে পুলিশ সুত্রে জানা গেছে । তবে মামলা তুলে নেওয়ার জন্য উপজেলা বিএনপি ও দাঁতভাঙা বিএনপির কতিপয় নেতা প্রতিনিয়ত চাপ প্রয়োগ বিভিন্ন হুমকি ধামকি দিচ্ছেন বলে অভিযোগ করছেন শাহাদাৎ হোসেন।

শাহাদাৎ হোসেন আরও বলেন, মামলা তুলে না নিলে আমাকে জানে মারার হুমকি দিয়েছেন ওই দুই ছিন্তাইকারি। এবং উপজেলা ও ইউনিয়ন বিএনপির কয়েক জন নেতা প্রতিনিয়ত আমাকে মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করে আসছেন।
বিষয়টি আমার উর্ধতন কর্মকর্তা ও রৌমারী থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

এব্যাাপারে রৌমারী থানার ওসি ভারপ্রাপ্ত জানান, বিষয়টি অবগত হয়েছি। অভিযুক্তদের আইনের আওতায় আনা চেষ্টা চলছে।