ঢাকা মঙ্গলবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৫, ৯ই আশ্বিন ১৪৩২


বাংলাদেশের তাসিন মোহাম্মাদ রাশিয়ায় জলবায়ু সংক্রান্ত আন্তর্জাতিক অলিম্পিয়াডে (IOCE) প্রতিযোগিতায় স্বর্ণপদক জয়


প্রকাশিত:
২৩ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২১

সিরাজগঞ্জের তরুণ প্রতিভা তাসিন মোহাম্মাদ রাশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (IOCE) প্রতিযোগিতায় স্বর্ণপদক জয় করে বাংলাদেশ এ গৌরব অর্জন করেছেন।

গত ১৩ থেকে ২০ সেপ্টেম্বর রাশিয়ার সোচি শহরে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের হাইস্কুল শিক্ষার্থীরা অংশ নেন। জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত সংকট মোকাবিলায় বাস্তব সমস্যার সমাধান উপস্থাপনের মধ্য দিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে বাংলাদেশের হয়ে পাঁচজন তরুণ শিক্ষার্থী অংশগ্রহণ করেন , তাঁরা হলেন— রাজধানীর ভাষানটেক সরকারি কলেজের মাহদি বিন ফেরদৌস, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের তাসিন মোহাম্মাদ, রাজশাহী কলেজিয়েট স্কুলের মোঃ নূর আহমেদ এবং চাঁপাইনবাবগঞ্জ হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয়ের মোঃ আশিকুর রহমান। দলের নেতৃত্ব দেন ব্র্যাক ইউনিভার্সিটির ফারহান মাসুদ তাসিন।

প্রকল্প উৎসবে বাংলাদেশি শিক্ষার্থীরা আত্মবিশ্বাসের সঙ্গে তাদের উদ্ভাবনী প্রকল্প আন্তর্জাতিক অঙ্গনে উপস্থাপন করেন। পাশাপাশি বিভিন্ন দেশের অংশগ্রহণকারীদের সঙ্গে পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় দলীয় উপস্থাপনাতেও তাঁরা দক্ষতা ও নিষ্ঠার পরিচয় দেন।

ব্যক্তিগত অর্জনে স্বর্ণপদক জয় করে দেশকে গৌরবান্বিত করেছেন সিরাজগঞ্জ শহরের মাসুমপুর গ্রামের তালুকদারপাড়ার কৃতি সন্তান তাসিন মোহাম্মাদ। তিনি বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

তাসিন মোহাম্মাদের বাবা মোঃ হাবিবুর রহমান ও মা মোছাঃ মোসলিমা খাতুন শান্তি—দুজনেই সিরাজগঞ্জের স্থায়ী বাসিন্দা। তাদের সহায়তা ও প্রেরণাই তাসিনকে আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা জুগিয়েছে।

এ অর্জনে সিরাজগঞ্জ জেলা সহ সারা দেশে আনন্দের বন্যা বইছে। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের তরুণ প্রজন্ম এভাবেই দেশের মুখ উজ্জ্বল করবে এবং বাংলাদেশের তরুণ প্রজন্মরা অনেক দূরে এগিয়ে যাবে।