অপরাধ জগত ম্যাগাজিনে কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন এস. এম. হুমায়ুন কবির
অপরাধ বিষয়ক জনপ্রিয় ম্যাগাজিন “অপরাধ জগত”-এ কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন পরিচ্ছন্ন ও নির্ভীক সাংবাদিক এস. এম. হুমায়ুন কবির। সম্প্রতি ম্যাগাজিন কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তাঁর এ নিয়োগ প্রদান করেন।
সাংবাদিক এস. এম. হুমায়ুন কবির দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতা পেশায় নিয়োজিত রয়েছেন। তিনি বহুল প্রচারিত ইংরেজি জাতীয় দৈনিক “The Daily Morning Glory” এবং জাতীয় দৈনিক “দৈনিক গণমুক্তি” পত্রিকার কক্সবাজার জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করে আসছেন। এছাড়াও তিনি জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় বিভিন্ন সময়ে পেশাগত দায়িত্ব পালন করে প্রশংসা কুড়িয়েছেন।
তিনি বর্তমানে রামু প্রেস ক্লাবের সদস্য এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিএমএসইউ), কক্সবাজার জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাংবাদিকতার ক্ষেত্রে তাঁর সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে এ নিয়োগকে জেলার সাংবাদিক মহল ইতিবাচকভাবে দেখছেন। তাঁর নতুন দায়িত্ব পালনের মাধ্যমে অপরাধ জগত ম্যাগাজিন আরও বস্তুনিষ্ঠ ও তথ্যসমৃদ্ধ সংবাদ পরিবেশনে সক্ষম হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।
