ঢাকা রবিবার, ৪ঠা মে ২০২৫, ২২শে বৈশাখ ১৪৩২


অনলাইন জুয়ার বিজ্ঞাপন অপসারণে নির্দেশ কেন নয়: হাইকোর্ট


৪ মে ২০২৫ ১৮:৩২

আপডেট:
৪ মে ২০২৫ ২১:৫১

অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত সব ধরনের বিজ্ঞাপন ফেসবুক-ইউটিউব, হোয়াটসঅ্যাপসহ সব ইলেকট্রনিক মিডিয়া থেকে অপসারণে সরকারকে কেন নির্দেশ দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার (৪ মে) দুপুরে বিচারপতি কাজী জিনাত হক ও আইনুন নাহার সিদ্দিকার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আগামী চার সপ্তাহের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য সচিব, স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিআইএফইউ), পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) রুলের জবাব দিতে বলা হয়েছে।

এছাড়া আগামী ৩০ দিনের মধ্যে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক গৃহীত পদক্ষেপের বিষয়ে অগ্রগতি প্রতিবেদন হলফনামা আকারে দাখিলের নির্দেশ দেন আদালত। একই সঙ্গে অনলাইন জুয়া বন্ধে ও জড়িতদের কার্যক্রম সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং সেল গঠনের কেন নির্দেশ দেওয়া হবে না তা বিবাদীদের কাছে জানতে চাওয়া হয়েছে।

এদিন আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবির পল্লব। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মোহাম্মদ কাউছার, নাঈম সরদার ও বায়েজীদ হোসাইন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার।

আইনজীবী পল্লব জানান, গত ১৬ এপ্রিল অনলাইন জুয়া খেলার সব ওয়েবসাইট, লিংক, গেটওয়ে অবিলম্বে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বিবাদীদের কাছে মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইফ ফাউন্ডেশন ট্রাস্টের পক্ষে আইনি নোটিশ পাঠানো হয়। সাড়া না পেয়ে গত মাসের শেষের দিকে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট করা হয়।

রিট আবেদনে বলা হয়, বাংলাদেশের প্রচলিত আইন ও সংবিধান অনুযায়ী যেকোনো ধরনের জুয়া খেলা বেআইনি বা অপরাধ। কিন্তু বিবাদীদের নিষ্ক্রিয়তার কারণে অনলাইন জুয়া বাংলাদেশে মহামারি আকার ধারণ করেছে। হাতে হাতে স্মার্টফোন ও ইন্টারনেট থাকায় প্রাপ্তবয়স্কদের পাশাপাশি কোমলমতি শিশুরাও জুয়ায় আসক্ত হচ্ছে। ফলে জুয়া খেলে নিঃস্ব হয়ে যাচ্ছেন লাখো লোক।

বাংলাদেশের নামিদামি শোবিজ মডেল ও তারকা নিজেদের ফেসবুক পেজ ও ফেসবুক অ্যাকাউন্টে টাকার বিনিময়ে জুয়ার বিজ্ঞাপন প্রচার করছেন। অনেক টেলিভিশন ও অনলাইন মিডিয়াও তাদের পেজে বিভিন্ন জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে। যা খুবই উদ্বেগজনক। এসব বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।