ঢাকা শনিবার, ৩রা মে ২০২৫, ২১শে বৈশাখ ১৪৩২


ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা


৫ জানুয়ারী ২০১৯ ০৭:৫০

আপডেট:
৩ মে ২০২৫ ০৯:০৭

ঝিনাইদহে স্কুলছাত্রকে শ্বাসরোধ করে হত্যা

 ঝিনাইদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামের একটি কলাবাগান থেকে বেলাল হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়। সে মুরারিদহ গ্রামের শহিদুল ইসলামের ছেলে এবং ওই গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর ছাত্র। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস জানান, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শিশুটি নিখোঁজ ছিল।

অনেক খোঁজাখুঁজি করেও রাতে তার সন্ধান পাওয়া যায়নি। বেলা সকাল ১১টার দিকে গ্রামের একটি কলা বাগানের ভিতরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। শিশুটিকে শ্বাসরোধে করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।