ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ক্যান্সার আকান্ত কেশব পালের পাশে ছাত্রলীগ সা.সম্পাদক


১৬ জানুয়ারী ২০১৯ ০০:০১

আপডেট:
১৬ জানুয়ারী ২০১৯ ০০:০৩

ক্যান্সার আকান্ত কেশব পালের পাশে ছাত্রলীগ সা.সম্পাদক

 

ক্রনিক মাইলোড লিউকেমিয়া (Chronic Myeloid Leukaemia) ব্লাড ক্যান্সার রোগে আকান্ত ছাত্রলীগ নেতা ডা. কেশব পালের পাশে দাড়ালেন মানবতার ফেরিওয়ালা খ্যাত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।

জানা যায়, ডা. কেশব পাল আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক (নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগ)। তিনি  বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. এম এ খানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।উন্নত চিকিৎসার জন্য তাঁকে যতদ্রুত সম্ভব ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে ব্যয়বহুল সব চিকিৎসার ভার বহন করা তাঁর বৃদ্ধ বাবার পক্ষে প্রায় অসম্ভব। তাই তিনি সমাজের বৃত্তবানদের কাছে সাহায্যে চেয়েছেন।

এসম্পর্কে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী বলেন, আমাদের সাধ্য অনুযায়ী কেশব পালের জন্য সব ধরনের ব্যবস্থা করা হবে।আমরা আমাদের একান্নবর্তী পরিবারের সদস্যকে হেরে দিতে চাই না।
উল্লেখ্য,ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ তালুকদার ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী দৃষ্টি আকর্ষন করে সামাজিক যোগাযোগ ফেসবুক এক স্টাটাস দেন।
স্টাটাসটি হুবহু তুলে ধরা হল।ক্যান্সার আকান্ত কেশব পালের পাশে ছাত্রলীগ সা.সম্পাদক

বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক, মানবিক ছাত্রনেতা Golam Rabbani ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি.......।


ডা. কেশব পাল প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সম্পাদক, আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ ছাত্রলীগ (নোয়াখালী মেডিকেল কলেজ ছাত্রলীগ)।

আমাদের ছাত্রলীগ পরিবারের মুজিব আদর্শের এই ভাইটি Chronic Myeloid Leukaemia (ব্লাড ক্যান্সার) রোগে আকান্ত। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমাটোলজি বিভাগের প্রধান ডা. এম এ খান স্যারের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। উন্নত চিকিৎসার জন্য তাঁকে যতদ্রুত সম্ভব ভারতে নিয়ে যাওয়া প্রয়োজন। ইতোমধ্যে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও প্রাথমিক চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরে ব্যয়বহুল সব চিকিৎসার ভার বহন করা তাঁর বৃদ্ধ বাবার পক্ষে প্রায় অসম্ভব।

তাই, ছাত্রলীগের অভিভাবক হিসেবে বাংলাদেশ ছাত্রলীগের সম্মানিত সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে ছাত্রলীগ পরিবারের প্রাণের দাবী অন্তত অর্থাভাবে ছাত্রলীগ পরিবারের এই মাঠ কাঁপানো মুজিব সৈনিক যেন মহাকালের গর্ভে হারিয়ে না যায়। আপনাদের আন্তরিক প্রচেষ্টাই পারবে ছাত্রলীগ পরিবারের এই ভাইটিকে সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিয়ে আবার ছাত্রলীগের পতাকাতলে সামিল করতে।

ঠিকানা - মোহনগঞ্জ, নেত্রকোনা
কেশবের মোবাইল নাম্বার - 01745224360
কেশবের পিতার মোবাইল নম্বর - 01721936618