ঢাকা শনিবার, ১৩ই ডিসেম্বর ২০২৫, ৩০শে অগ্রহায়ণ ১৪৩২


শেরপুরে বায়তুন নূর কল্যান সমাজের সভাপতি ডিয়ার সাধারণ সম্পাদক তজি


প্রকাশিত:
১৩ ডিসেম্বর ২০২৫ ২০:৩২

শেরপুর সদর উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ড চকপাঠক মহল্লায় ৪৫৬টি পরিবার নিয়ে একটি (বায়তুন নূর কল্যান) সমাজ গঠিত হয়েছে উক্ত কল্যান সমতি দ্বারা সমাজের অনেক সমস্যা সমাধান সহ অনেক উন্নয়ন হয়েছে। বায়তুন নূর কল্যান সমাজের ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। ৪৫৬টি পরিবারের সদস্যদের মতামত এর উপর ভিত্তি করে এবার সভাপতি হয়েছেন চকপাঠক মহল্লার মরহুম গোলাপ হুসেনের একমাত্র ছেলে মোঃ রাশেদুল হোসেন ডিয়ার এবং সাধারণ সম্পাদক হয়েছেন চকপাঠক মহল্লার কৃতি সন্তান মোঃ রফিকুল ইসলাম তজি, এই কমিটির মেয়াদকাল দুই বছর বলে জানা যায় সংশ্লিষ্ঠ্য কতৃক্ষের কাছ থেকে। ১২ ডিসেম্বর শুক্রবার এশার নামাজের পর এ কমিটি ঘোষনা করা হয়। নবগঠিত এ কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক যেন এই কমিটির দ্বারা সমাজের অনেক উন্নয়ন করতে পারেন তার জন্য সকলের কাছে সহযোগিতা এবং দোয়া চেয়েছেন।

বায়তুন নূর কল্যান সমাজের সভাপতি মোঃ রাশেদুল হোসেন ডিয়ার বলেন বায়তুন নূর কল্যান সমাজের অঙ্গীকার হচ্ছে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, অসহায়দের পাশে দাঁড়ানোসহ পরিবেশ সচেতনতা, সামাজিক কুসংস্কার দূরকরণ ও দুর্নীতিমুক্ত সমাজ গঠন করা।আমরা বায়তুন নূর কল্যান সমাজের যুবসমাজকে নিয়ে সমাজের ভালো কিছু কাজ করতে বদ্ধপরিকর। সকলের সহযোগিতায় সমাজ থেকে মাদক নির্মূলের কাজ করে যাব। আমাদের এ সমাজের অন্যতম ভূমিকা থাকবে মাদকমুক্ত সমাজ, নিরক্ষরতা দূর, বাল্যবিবাহ রোধ, গরিব-দুখী মানুষের উপকার করা এবং সামাজিক কুসংস্কার দূর করা।

এ সময় বায়তুন নূর কল্যান সমাজের উপদেষ্টারা সহ অনেক সদস্যগন উপস্থিত ছিলেন।