সেই নারী উবার চালক শাহনাজের পাশে ছাত্রলীগ

রাজধানীর রাস্তায় উবারে মোটরসাইকেল চালিয়ে দুই মেয়েকে নিয়ে একা হাতে লড়াই চালিয়ে যাওয়া নারী বাইকার শাহনাজ আক্তার পুতুলের পাশে দাড়ালেন বাংলাদেশ ছাত্রলীগ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এক স্টাটাসে এ তথ্য জানান ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
তিনি ঐ পোষ্টে বলেন, প্রত্যাশা রাখি আমাদের সুদক্ষ পুলিশ প্রশাসন অনতিবিলম্বে ছিনতাইকারীকে গ্রেপ্তার করবে, এবং আপু তার বাঁচার অবলম্বন স্কুটি বাহনটি ফিরে পাবেন।
শাহনাজ আপু কারো পরিচিত হলে আমার সাথে যোগাযোগ করতে বলার অনুরোধ করছি। বাংলাদেশ ছাত্রলীগ পরিবারের পক্ষ থেকে আমরা আপুকে তার উপার্জনের একমাত্র মাধ্যম, একটি নতুন স্কুটি বাইক উপহার দিতে চাই।
সেই নারী উবার চালকের স্কুটি ছিনতাই!
বাংলাদেশ ছাত্রলীগ পাশে আছে, জীবন যুদ্ধে আমাদের বোনরা থেমে থাকবে না ইনশাআল্লাহ।
উল্লেখ্য,রাজধানীর সাহসী সেই নারী রাইডার যে নারী-পুরুষ সবাইকে স্মার্টফোনভিত্তিক রাইড শেয়ারিং সেবা দিতেন তার স্কুটি বাইকটি অভিনব কৌশলে ছিনতাই হয়েছে।
আজ মঙ্গলবার (১৫ জানুয়ারী) রাজধানীর শেরে বাংলা নগর থানাধীন খামারবাড়ি এলাকা থেকে বিকেল সাড়ে ৩টার দিকে তার মাহিন্দ্রার নীল রঙের স্কুটি বাইকটি ছিনতাই হয়। এ ঘটনায় শেরে বাংলা নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (এসি) আবু তৈয়ব মোহাম্মদ আরিফ টিবিটি’কে বলেন, এরই মধ্যে শাহনাজের অভিযোগ গ্রহণ করা হয়েছে থানায়। আমরা সাধ্যমতো চেষ্টা করবো আজ রাতের ভেতরে সবদিকে তল্লাশি করে বাইকটি উদ্ধার করার জন্য।
ঘটনার পর থেকেই শাহনাজ আক্তার মানসিকভাবে ভেঙে পড়েছেন। হেলমেট পরেই শাহনাজ পাগলের মতো বিভিন্ন মহলে ছুটে বেড়াচ্ছেন তার বাইকটি উদ্ধারের চেষ্টায়।