ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ঐক্যফ্রন্টের ভাঙন অনিবার্য: কাদের


১৯ জানুয়ারী ২০১৯ ০২:৫৯

আপডেট:
৫ মে ২০২৫ ০৯:২৫

ঐক্যফ্রন্টের ভাঙন অনিবার্য: কাদের

বিরোধী জোট জাতীয় ঐক্যফ্রন্টের ভাঙন অনিবার্য মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙনের উপাদন ছিল।

শুক্রবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের বিজয় মহাসমাবেশের প্রস্তুতি দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় উদযাপনে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ।

ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, ‘ঐক্যফ্রন্ট গঠনের মধ্যেই ভাঙনের উপাদান ছিল। আমরা শুরুতেই দেখেছি- যে আদর্শ নিয়ে এই ঐক্যফ্রন্ট গঠিত হয়েছে, সেটাতে ভাঙনের উপাদান ছিল। ঐক্যফ্রন্টের ভাঙন অনিবার্য।’

উপজেলা নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, উপজেলা নির্বাচনে অনুরোধ বা জোর করে কাউকে আনা হবে না।

দলের জাতীয় সম্মেলন নিয়ে আরেক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অক্টোবরে সম্মেলন হবে। আগাম সম্মেলনের প্রশ্ন কেন আসবে? আর জেলা-উপজেলায় সম্মেলনের আগে তো জাতীয় সম্মেলন হওয়ার কথা নয়।