ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


কসম, কেউ পার পাবে না: কামাল


১৯ জানুয়ারী ২০১৯ ১২:৪০

আপডেট:
৫ মে ২০২৫ ০৯:১৯

জাতীয় ঐক্যফ্রন্টের প্রধান নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, আওয়ামী লীগ এবার রাষ্ট্রকে হাইজ্যাকের মাধ্যমে মানুষের ভোটাধিকারই হাইজ্যাক করে ফেলেছে।

এরপরই তিনি হুঁশিয়ারি দেন, ‘এটা সংবিধানের লঙ্ঘন। কসম করে বলছি, বাংলাদেশে এটা করে কেউ পার পাবে না।’

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে গণফোরাম কার্যালয়ে ঢাকা-৬ আসনে ঐক্যফ্রন্টের পরাজিত প্রার্থী সুব্রত চৌধুরীর নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময় সভায় ড. কামাল হোসেন এ হুঁশিয়ারি দেন।

তিনি মানুষের অধিকার ফিরিয়ে দিয়ে দ্রুত সরে পড়ার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।

একইসঙ্গে দেশের মানুষকে পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ করার অপচেষ্টা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করারও ঘোষণা দেন ড. কামাল হোসেন।