ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


ইয়াবা সম্রাট টিটন আটক হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ !


২০ জানুয়ারী ২০১৯ ২১:২৪

আপডেট:
২০ জানুয়ারী ২০১৯ ২১:২৫

ইয়াবা সম্রাট টিটন আটক হওয়ায় এলাকায় মিষ্টি বিতরণ !

মাদারীপুর কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকায় ইয়াবাসহ মো.টিটন মাদকবিক্রেতাকে আটক করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সদস্যরা।শনিবার(১৯ জানুয়ারি) সন্ধ্যায় তাদের আটক করা হয়।এ সময় এলাকায় মিষ্টি বিতরণ করেন।

র‍্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানির (সিপিসি-২) কোম্পানি কমান্ডার মেজর জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকায় এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ একজন আটক করা হয়। তার বিরুদ্ধে আগে একাধিক মামলা ছিল জানান তিনি।

উল্লেখ্য,কালকিনি উপজেলার কয়ারিয়া এলাকায় মাদক ব্যবসায় বাধা দেওয়ায় এক আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে আহত করেছিল এই মাদক ব্যবসায়ী টিটন।

আহত আনোয়ার হাওলাদারের অভিযোগ, মাদক ব্যবসায় বাধা দেওয়ায় স্থানীয় মাদক ব্যবসায়ী টিটন তাঁর ওপর এ হামলা চালিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, কয়ারিয়া ইউনিয়নের টিটন হাওলাদার এলাকায় মাদকের ব্যবসা করে আসছেন। ওই গ্রামেের আনোয়ার হাওলাদার তাঁদের মাদকের ব্যবসায় বেশ কয়েকবার বাধা দেন।