ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


এম.আর. সিরিজের "সংবিধানের সহজপাঠ" বইটি বের হতেই না হতে বাজিমাত!


২২ জানুয়ারী ২০১৯ ২২:৪১

আপডেট:
২৩ জানুয়ারী ২০১৯ ০১:০০

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর ও পিএসসির সাবেক সদস্য, প্রফেসর ডঃ এস. এম. আনোয়ারা বেগমকে "M.R. সিরিজের "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সহজপাঠ" এর  সৌজন্য কপি উপহার দিচ্ছেন এম .আর. পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম.রহমান রনি।

 

বিসিএস, প্রিলিমিনারি,লিখিত ও ভাইভাসহ যেকান প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য "M.R. সিরিজের "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সহজপাঠ" শিরোনামে বইটি বের হতেই না হতে বাজিমাত ।

জানা যায়, "M.R পাবলিকেশন্সের প্রথম বই "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সহজপাঠ" প্রথম এক হাজার কপি বের করে কর্তৃপক্ষ। মূহুর্তের মধ্যে চলে যায় চাকরি প্রত্যাশীদের হাতে সেগুলো । চাকরি প্রত্যাশীদের চাহিদা মেটাতে বের হচ্ছে দ্বিতীয় সংস্করণ ।

আরো জানা যায়, বাজারের বিসিএস, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষারসহ যেকোন প্রতিযোগিতামূলক আইনের বই আছে তার চেয়ে একটু ব্যতিক্রম এই বইটি বলে মনে করেন চাকরি প্রত্যাশীরা।চাকরি প্রত্যাশিদের মতে, সময়োপযোগী ও প্রয়োজনীয় বই হিসেবে এটা অত্যন্ত গুরুত্বপুর্ণ। যা বিসিএস প্রিলিমিনারি, লিখিত ও ভাইভাসহ সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত সহায়ক গ্রন্থ হিসেবে কাজ করবে।



এ সম্পর্কে পাবলিকেশন্সের ব্যবস্থাপনা পরিচালক এম. রহমান রনি বলেন , বইটির প্রথম সংস্করণে আমরা ১০০০ হাজার কপি নিয়ে এসেছি। মাত্র একদিনের মধ্যেই ১০০০ হাজার কপি বিক্রি হয়েছে। প্রতিষ্ঠিত অনেক প্রকাশনার বইও অল্প সময়ে এতোবেশি বিক্রি হয় না।
চাকরী প্রত্যাশী মিরাজ বলেন, আমার কাছে সংবিধানের অন্য প্রকাশনার বই আছে, কিন্তু আমার এক বন্ধুর কাছে "M.R. সিরিজের "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সহজপাঠ" বইয়ের প্রশংসা শুনে আমি বইটি কিনতে এসেছি। বইটি অসাধারণ।

M.R. পাবলিকেশন্সের প্রথম বই "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের সহজপাঠ" বইটির মূল্য ২০০ টাকা। বইটিতে সংবিধান সহজে মনে রাখার জন্য পাচঁটি কৌশলে সাজানো ‘ হয়েছে বলে জানা যায়।
উল্লেখ্য, প্রকাশক এম. রহমান রনির এ ছাড়াও দশটির বেশি বই বাজারে আছে অন্য প্রকাশনী থেকে