ঢাকা সোমবার, ৫ই মে ২০২৫, ২৩শে বৈশাখ ১৪৩২


কম্বল দেওয়ার নাম করে কিশোরীকে ধর্ষণ, কাউন্সিলর গ্রেপ্তার


২৩ জানুয়ারী ২০১৯ ১২:৪৭

আপডেট:
২৩ জানুয়ারী ২০১৯ ২৩:২২

কম্বল দেওয়ার নাম করে কিশোরীকে ধর্ষণ, কাউন্সিলর গ্রেপ্তার

পাবনার বেড়ায় সংখ্যালঘু হিন্দু পরিবারের এক কিশোরীকে কম্বল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধারালো অস্ত্রের মুখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে।

পুলিশ বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বরখাস্তকৃত ওই কাউন্সিলর মো. আবদুল রাজ্জাককে গ্রেপ্তার করেছে।

এই কাউন্সিলরের বিরুদ্ধে বেড়া থানায় দুটি ধর্ষণ মামলা ও মাদক আইনে আরও দুটি মামলা রয়েছে।

এলাকাবাসী ও থানা সূত্রে জানা গেছে, সোমবার সকালে বেড়া পৌরসভার ৩নং ওয়ার্ডের বরখাস্তকৃত কাউন্সিলর বনগ্রাম দক্ষিণ মহল্লার হাজী মো. খোয়াজ মোল্লার ছেলে আবদুল রাজ্জাক পৌর এলাকার একই মহল্লার এক কিশোরী মেয়েকে কম্বল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়।



এসময় ওই মহল্লার কাসেমের ছেলে আলমের বাড়িতে একটি পরিত্যক্ত টিনের ঘরের মধ্যে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে কিশোরীকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মা ও বোনকে ঘটনাটি জানায়।

এ ঘটনায় ওই দিনই রাত ৮টার সময় মেয়েটির মা বাদী হয়ে বেড়া মডেল থানায় একটি মামলা করেন। পরে বেড়া থানা পুলিশ রাত ২টার দিকে আবদুল রাজ্জাককে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো ছোরা ও ধর্ষণের কিছু আলামত উদ্ধার করেছে।

মঙ্গলবার সকালে গ্রেপ্তারকৃত আবদুল রাজ্জাককে পাবনা জেলহাজতে প্রেরণ করা হয়।

বেড়া মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীদ মাহমুদ খান বলেন, মেয়েটির ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই পুলিশ বিষয়টি আমলে নেয় এবং আসামি আবদুল রাজ্জাককে বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেপ্তার করে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা পাঠানো হয়েছে।