ঢাকা বৃহঃস্পতিবার, ২৫শে এপ্রিল ২০২৪, ১৩ই বৈশাখ ১৪৩১


অগ্নিকাণ্ডে আক্রান্ত রোগীদের পাশে থাকবে ছাত্রলীগ: গোলাম রাব্বানী


১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৩

আপডেট:
১৫ ফেব্রুয়ারি ২০১৯ ১২:৩৬

অগ্নিকাণ্ডে আক্রান্ত রোগীদের পাশে থাকবে ছাত্রলীগ

ভয়াবহ অগ্নিকাণ্ডে আক্রান্ত রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী  মেডিকেল হাসপাতালের রোগীদের পাশে থাকবে ছাত্রলীগ বলে জানান ছাত্রলীগ সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী।
আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার সময় ঢাকা মেডিকেলে অগ্নিকাণ্ডে আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে একথা বলেন।

তিনি এসময় আরো বলেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে আক্রান্ত সরকারি সোহরাওয়ার্দী মেডিকেলের অধিকাংশ রোগীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এত বিপুল সংখ্যক রোগীর সঠিক দেখভাল ও চিকিৎসা সেবা নিশ্চিত করা হাসপাতালের ডাক্তার-সেবকদের পক্ষে প্রায় অসম্ভব।

মানবিক বিপর্যয় এড়াতে দ্রুততম সময়ে স্বেচ্ছাসেবী হিসেবে পাশে থাকতে ঢাকা মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগসহ অন্যান্য মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মী ও শিক্ষানবিশ চিকিৎসকদের প্রতি উদাত্ত আহবান জানাচ্ছি।আমরাও পাশে আছি যেকোনো মানবিক প্রয়োজনে।মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য

উল্লেখ্য, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় এর সহস্রাধিক রোগীকে বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ছয়টার দিকে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলার স্টোর রুম থেকে আগুনের সূত্রপাত হয়।