স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন কমিটির আহ্বায়ক নির্মল, সচিব সাচ্চু

স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়ার পর এবার সংগঠনটির সম্মেলন প্রস্তুতি কমিটির দায়িত্ব দেয়া হয়েছে নতুন দুজনকে। সংগঠনটির প্রস্তুতি কমিটির আহ্বায়ক হিসেবে নির্মল গুহ এবং সদস্য সচিব হিসেবে গাজী মেসবাউল হক সাচ্চুকে দায়িত্ব দেয়া হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) বঙ্গবন্ধু এ্যাভিনিউয়ে ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের বর্ধিত সভায় দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ওবায়দুল কাদের বলে, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকেকে নিয়ে কোন অভিযোগের বিষয়ে আমি কিছু বলতে পারছি না। তবে তাকে কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেয়া হয়েছে। এটা নেত্রীর নির্দেশ। সহযোগী সংগঠনের সম্মেলন প্রস্তুতি কমিটি সম্মেলনের কাজ করবে।
গত বুধবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট মোল্লা আবু কাওছারকে অব্যাহতি দেয়ার পর বৃহস্পতিবার সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথকেও সংগঠনের সব ধরনের কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
স্বেচ্ছাসেবকলীগ সূত্রে জানা গেছে, সম্মেলনে প্রস্তুতি কমিটির আহ্বায়ক করা হয়েছে সংগঠনে সহ-সভাপতি নির্মল রঞ্জন গুহকে এবং সদস্য সচিব করা হয়েছে যুগ্ম-সাধারণ সম্পাদক গাজী মেসবাউল হোসেন সাচ্চুকে। সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রত্যেকে প্রস্তুতি কমিটির সদস্য।