কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশ মানছে না চবি ছাত্রলীগ

বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গ্রুপ-উপগ্রুপের নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করলেও সে নির্দেশনা মানছে শাখা নেতাকর্মীরা।
কেন্দ্রীয় নির্দেশনা অমান্য করে ক্যাম্পাসে কয়েকটি গ্রুপ উপগ্রুপকে বিভিন্ন নামে টি-শার্ট পরিধান করতে দেখা গেছে।
রবিবার ভর্তি পরীক্ষা চলাকালীন শাখার ‘বিজয়’, ‘ভিএক্স’ এবং ‘আরএস’ নামের কয়েকটি গ্রুপ-উপগ্রুপকে তাদের বগির লোগোযুক্ত টি-শার্ট ক্যাম্পাসে প্রচারণা চালাতে দেখা গেছে।
এদের মধ্যে ‘বিজয়’ গ্রুপের নেতাকর্মীরা শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং ‘ভিএক্স’ এবং ‘আরএস’ উপগ্রুপ দুটি চট্টগ্রামের মেয়র আ জ ম নাসির উদ্দিনের অনুসারী হিসেবে ক্যাম্পাসে পরিচিত।
কেন্দ্রীয় নির্দেশনা মানার প্রয়োজন নেই দাবি করে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী বলেন, ‘বগিভিত্তিক রাজনীতিসহ গ্রুপ-উপ গ্রুপের নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান কেন্দ্রীয় ছাত্রলীগ নিষিদ্ধ করেছে। আমরা কেন্দ্রের সিদ্ধান্ত মানি না। আমাদের নেতা নওফেল ভাই ও নাছির ভাইয়ের নির্দেশনা ছাড়া আমরা আমাদের কার্যক্রম বন্ধ করবো না।’
এ বিষয়ে জানতে চাইলে চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গ্রুপ-উপ গ্রুপের নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। আমরা সে নির্দেশনা অনুযায়ী কাজ করছি। চবি ছাত্রলীগ ভর্তি পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের বিভিন্ন সেবা দিচ্ছে। আর যারা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা মানছে না তারা চবি ছাত্রলীগের কেউ না। তারা তাদের ব্যক্তি এজেন্ডা বাস্তাবায়ন করছে।’
এ বিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল টিপু বলেন, ‘যারা কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অমান্য করছে ভর্তি পরীক্ষা শেষ হলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। চবিতে কোনো গ্রুপিং রাজনীতি চলবে না। আমরা হলভিত্তিক রাজনীতি তৈরি করার জন্য কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী কাজ করছি।’
এর আগে গত ২২ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয় ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের অনুমতিক্রমে দপ্তর সম্পাদক মো. আহসান হাবিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শাটল ট্রেনের বগিভিত্তিক বিভিন্ন গ্রুপ-উপ গ্রুপের নামে চিকামারা, টি-শার্ট, প্ল্যাকার্ড, স্লোগান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়।