ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


রামপুরা থানা ছাত্রলীগের সভাপতি হলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পান্থ দে


২৯ অক্টোবর ২০১৯ ০৯:৩৩

আপডেট:
৮ মে ২০২৫ ১৪:১৩

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত রামপুরা থানার সদ্য ঘোষিত সভাপতি নির্বাচিত হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী পান্থ দে।

শনিবার দক্ষিণ মহানগর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক জুবায়ের আহম্মেদের স্বাক্ষরিত নতুন কমিটি ঘোষণা করা হয়।

স্কুলজীবনেই রাজনৈতিক হাতেখড়ি পান্থ দে।তিনি স্কুল জীবন থেকেই ছাত্রলীগের সাথে জড়িত। কলেজের ছাত্র থাকাকালীন ছাত্রলীগের কর্মী হিসেবে কাজ করেছেন । 

জানা যায়, পান্থ দে আইডিয়াল স্কুল এন্ড কলেজ ভর্তি হন ।পরে বিজ্ঞান শাখা থেকে গোল্ডেন এ+পেয়েছেন ।পরবর্তী তিনি উত্তরা মডেল কলেজ ভর্তি হয়ে সেখানও তার মেধা স্বাক্ষর রাখেন এবং উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখা থেকে এ+ পেয়েছেন পান্থ দে।পরবর্তী উচ্চ শিক্ষার জন্য নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ভর্তি হয়েছেন পান্থ দে।সেখান থেকে কৃতিত্বের সাথে স্নাতক ও স্নাকোত্তর শেষ করেন তিনি।

আরো জানা যায়, ৫ জানুয়ারী নির্বাচনের সময় বিএনপি অধ্যুর্ষিত এলাকা রামপুরা থানায় তিনি বিরোধী দল বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলনে দমনে রাজপথে সক্রিয় ছিলেন পান্থ দে।

জানতে চাইলে রামপুরা থানা ছাত্রলীগ সভাপতি পান্থ দে বলেন, ৫ জানুয়ারী নির্বাচনের সময় বিএনপি অধ্যুর্ষিত এলাকা রামপুরা থানা বিরোধী দলের বিএনপি জ্বালাও পোড়াও আন্দোলনে দমনে রাজপথে সক্রিয় ছিলাম। নেত্রী এব এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ভাই আমার ওপর যে আস্থা রেখেছেন এর জন্য আমি কৃতজ্ঞ।