ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাহিন

ভুয়া বিজ্ঞাপ্তি দিয়ে রামপুরা থানা ছাত্রলীগ সম্পদকের বিরুদ্ধে অপপ্রচার


২৯ অক্টোবর ২০১৯ ১১:০৭

আপডেট:
৮ মে ২০২৫ ১৫:০৫

ভুয়া বিজ্ঞাপ্তি দিয়ে ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের অন্তর্গত রামপুরা থানা ছাত্রলীগ সাধারণ সম্পদকের এস এম মাহিনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রলীগের অন্তর্গত রামপুরা থানা সদ্য ঘোষিত নতুন সাধারণ সম্পাদক এস এম মাহিনের বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৭ সালে রামপুরা থানা ছাত্রলীগ থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা একটি ভূয়া বিজ্ঞাপ্তি দিয়ে অপপ্রচার চালাচ্ছে একটি কুচক্রীমহল।

বিজ্ঞাপ্তি দেখা গেছে, নব নির্বাচিত সাধারণ সম্পাদক মাহিনকে শিবির সাথে সংশ্লিষ্ট থাকায় তাকে ছাত্রলীগ থেকে বহিস্কার করেছে রামপুরা থানা ছাত্রলীগ।
অনুসন্ধানে দেখা গেছে, এটা স্কান করে সভাপতি সাধারণ সম্পাদকের স্বাক্ষর ব্যবহার করে তাকে শিবিরের রাজনীতির বহিস্কার দেখানো হয়েছে । এটা সম্পূর্ণ ভূয়া বলে জানিয়েছেন সদ্য সাবেক সভাপতি সাধারণ সম্পাদক।


এসম্পর্কে সাধারণ সম্পাদক মাহিন বলেন, স্কুল জীবন থেকেই ছাত্রলীগের রাজনীতির করি । আমরা পারিবারিকভাবেই আওয়ামী লীগ রাজনীতির সাথে জড়িত।
অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এটা সম্পূর্ণ ভূয়া , একটি গৌষ্ঠি আমার বিরুদ্ধে অপ্রচার চালাচ্ছে।