ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব


২৯ অক্টোবর ২০১৯ ১২:৪৩

আপডেট:
৮ মে ২০২৫ ১৫:৪৪

আশরাফ হোসেন ওরফে ঘটক পাখি ভাইয়ের ব্যাংক হিসাব তলব করা হয়েছে। সোমবার জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে হিসাবের তথ্য চেয়ে চিঠি দিয়েছে বলে জানা গেছে। চিঠিতে আগামী ৭ কার্যদিবসের মধ্যে মেসার্স ঘটক পাখি ভাই প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফ হোসেন, পরিচালক সুলতানা বেগমের সাধারণ আমানত, বিনিয়োগ ও ভল্টে থাকা সম্পদ সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। তবে কী কারণে চাওয়া হয়েছে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

ঘটক পাখি ভাই বিয়ের পাত্র-পাত্রী জোগাড় দেওয়ার ব্যাপারে কম বেশি সবার কাছে পরিচিত। এমনকি, অনেক ক্ষেত্রে পত্রপত্রিকায় আকর্ষণীয় বিজ্ঞাপন দিতেন। যার ফলে অনেকে বিয়ের ব্যাপারে তার দ্বারস্থ হতো।