ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


সব ধরনের সহযোগিতা পাবে সাকিব: প্রধানমন্ত্রী


৩০ অক্টোবর ২০১৯ ০২:৩৮

আপডেট:
৮ মে ২০২৫ ১৬:০৫

সাকিব আল হাসান বিসিবির সব ধরনের সহযোগিতা পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার বিকেলে গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফিক্সিংয়ের প্রস্তাব পেয়ে প্রত্যাখ্যান করেছিলেন সাকিব। কিন্তু তথ্য গোপন করে জানাননি আইসিসি কিংবা বিসিবিকে। যে কারণে এখন ১৮ মাসের নিষেধাজ্ঞার সামনে সাকিব আল হাসান।

এ ব্যাপরে শেখ হাসিনা বলেন, বিসিবি সাকিবের পাশে আছে তাকে সব ধরনের সহযোগিতা দিবে। ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়ার পর সাকিব সেটাকে গুরুত্ব দেয়নি। তার জানানো উচিৎ ছিল বলেও জানান তিনি।

তিনি বলেন, সাবিক ভুল করেছে সেটা সে বুঝতে পেরেছেন। তবে আইসিসি ব্যবস্থা নিলে আমাদের বেশি কিছু কারার থাকে না।

ক্রিকেটারদের আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্রিকেটারদের সাথে বোর্ডের সাথে গ্যাপ রয়েছে বলে অভিযোগ রয়েছে। ক্রিকেট প্লেয়ারদের ধর্মঘট করার দরকার ছিলো না। তাদের দাবি থাকলে তারা এটা বোর্ডকে জানাতে পারতো। আমার জীবনে আমি শুনিনি খেলোয়াড়রা ধর্মঘট করে। ওই সমস্যাটা মিটমাট হয়ে গেছে। আমরা আমাদের খেলোয়াড়দের যেভাবে সহোযোগিতা করি খুব কম দেশ এভাবে সহোযোগিতা করে।

শেখ হাসিনা আরো বলেন, খেলার সাথে ক্যাসিনো কোনো সম্পর্ক নেই। যারা জড়িত তাদের ধরা হয়েছে। আগে কোনো সংবাদে দেখিনি দেশে ক্যাসিনো খেলা হয়। কোথাও কোনো নিউজেও পাইনি আমি।

‘দেশে প্রায় ৩৪টা বেসকারি চ্যানেল আছে। কোনো সংবাদমাধ্যমে কখনো ক্যাসিনোর সংবাদ দেখিনি। দেশে ক্যাসিনোর মতো একটা ঘটনা ঘটে গেলো কেউ জানে না! এটা কোনো কথা হলো। তাই বলি কে কখন ধরা পড়ে তা তো বলা যায় না। খেলার সাথে ক্যাসিনোর কোনো সম্পর্ক নেই।’