বান্ধবীকে উত্যক্ত, প্রতিবাদ করায় যুবককে পিটিয়ে হত্যা

বান্ধবীকে উত্যক্তের প্রতিবাদ করায় রাজধানীর রায়েরবাজারে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বখাটেরা। গতকাল ২৯ অক্টোবর, মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বান্ধবী সানজিদা আক্তার দোলনের সঙ্গে গতকাল সন্ধ্যার পর রায়েরবাজার ব্রিজের ঢালে দাঁড়িয়ে কথা বলছিলেন আরিফুল ইসলাম সজল (১৯)। এসময় কয়েক বখাটে দোলনকে উদ্দেশ্য করে বাজে মন্তব্য ছুড়ে দেয়। এর প্রতিবাদ করেন সজল। এতে ক্ষিপ্ত হয়ে তাকে চড়-থাপ্পড় দেয় এক বখাটে।
সজলও তার কয়েক বন্ধুকে ফোনে কল করে ডেকে আনলে ওই বখাটেদের সাথে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। সজল এসময় এক বখাটেকে চড়-থাপ্পড় দেন।
পরে পরে ওই বখাটেরা আরো বেশি সহযোগী নিয়ে এসে সজলের উপর হামলা চালায়। তারা বাঁশ দিয়ে সজলকে বেধড়ক পেটায় ও ছুরিকাঘাত করে।
গুরুত আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সজল মোহাম্মদপুর গভর্মেন্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছেন তার বড়ভাই মাকসুদুর রহমান শান্ত। ৩ ভাই-বোনের মধ্যে সজল মেঝো। তার বাবা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শহিদুল ইসলাম। তিনি ইসলামপুরে একটি কাপড়ের দোকানে কর্মরত। তারা চকবাজার ইসলামবাগে পরিবারসহ থাকেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ইন্সপেক্টর (অপারেশন) কাজী শরিফুল ইসলাম।
তিনি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ