ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


উৎপলসহ দেশত্যাগে মানা গণপূর্তের ১১ কর্মকর্তার


৩১ অক্টোবর ২০১৯ ১৭:০৭

আপডেট:
৮ মে ২০২৫ ১৭:৪৮

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে গণপূর্ত অধিদপ্তরের ১১ কর্মকর্তার বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এসবি পুলিশের ইমিগ্রেশন সুপারের কাছে চিঠি পাঠিয়ে তাদের দেশত্যাগ ঠেকাতে ব্যবস্থা নিতে বলা হয়েছে। গতকাল বুধবার এসব তথ্য জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

নিষেধাজ্ঞাপ্রাপ্ত কর্মকর্তারা হলেন– গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী উৎপল কুমার দে, তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল মোমেন চৌধুরী ও রোকনউদ্দিন, নির্বাহী প্রকৌশলী স্বপন চাকমা, মোহাম্মদ শওকত উল্লাহ, মোহাম্মদ ফজলুল হক, আবদুর কাদের চৌধুরী, আফসারউদ্দিন ও ইলিয়াস আহমেদ, কর্মকর্তা সাজ্জাদুল ইসলাম ও জ্যেষ্ঠ সহকারী মুমিতুর রহমান। অভিযোগ অনুসন্ধান দলের প্রধান দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের সই করা চিঠিতে তাদের নিষেধাজ্ঞা জারি করা হয়।

চিঠিতে বলা হয়, ‘সংশ্লিষ্টদের বিরুদ্ধে দেশে মানি লন্ডারিংসহ বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এ বিষয়ে দুদকের অনুসন্ধানে বিষয়টির প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তারা দেশ ছেড়ে অন্য দেশে যাওয়ার চেষ্টা করছে বলে বিশ্বস্ত সূত্র থেকে তথ্য পাওয়া গেছে।’ এর আগে গত ২৩ ও ২৪ অক্টোবর তিন সংসদ সদস্যসহ ২৩ জনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করে দুদক।

১৮ সেপ্টেম্বর ক্যাসিনোবিরোধী অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এর পরপরই অবৈধ সম্পদের তথ্য খতিয়ে দেখতে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক।