ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


বরিশাল বিভাগে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী যারা


২ নভেম্বর ২০১৯ ১২:৪৪

আপডেট:
৮ মে ২০২৫ ১৭:১৯

বরিশাল বিভাগে অনুপ্রবেশকারীদের তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। শুক্রবার আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনুপ্রবেশকারী দেড় হাজার জনের তালিকা প্রস্তুত হয়েছে বলে সাংবাদিকদের জানান।

এরপর প্রথমে রংপুর বিভাগ ও পরে বরিশাল বিভাগের তালিকা প্রকাশ হলো।

তালিকায় দেখা গেছে, রংপুর বিভাগের পাঁচ জেলায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগে গত কয়েক বছরে ৩৮৯ জন অনুপ্রবেশ করেছে। তাদের মধ্য বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী রয়েছে। এর মধ্যে রংপুর জেলায় রয়েছে ২২ জন, দিনাজপুরে ১১৫ জন, ঠাকুরগাঁওয়ে ১৩০ জন, নীলফামারীতে ১৩ জন এবং লালমনিরহাটে ১০৯ জন।

শুক্রবার ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের অনুপ্রবেশকারীদের তালিকা নিজের তত্ত্বাবধানে তৈরি করেছেন এবং তার কাছে এ তালিকা আছে। তালিকাটি আমাদের পার্টি অফিসে পাঠিয়ে দিয়েছেন। আমি এখন এ তালিকা বিভিন্ন বিভাগে যারা আমাদের দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে পাঠিয়ে দিয়েছি’।

বরিশাল বিভাগে যারা অনুপ্রবেশকারী