ঢামেকে ড্রেনে মিলল নবজাতকের লাশ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে ড্রেন থেকে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মেয়ে নবজাতকটির আনুমানিক বয়স এক দিন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, শনিবার সকালে জরুরি বিভাগের সামনে সরকারি অ্যাম্বুলেন্স পার্কিংয়ের পেছনে ময়লার ড্রেনে নবজাতকটি দেখতে পেয়ে ক্যাম্পে খবর দেওয়া হয়।
পরে বিষয়টি শাহবাগ থানায় জানানো হলে পুলিশ এসে নবজাতকটি উদ্ধার করে। এরপর জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
তিনি বলেন, ‘ধারণা করা হচ্ছে মৃত নবজাতকটি কেউ ওই ময়লার ড্রেনে ফেলে গেছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।’