ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


শাহজালাল বিমানবন্দর

যাত্রীর পেটে ১২শ ইয়াবা


৩ নভেম্বর ২০১৯ ২৩:৪৮

আপডেট:
৮ মে ২০২৫ ১৯:২৪

পেটের ভেতরে করে প্রায় ১২শ পিস ইয়াবা ট্যাবলেট পাচারকালে আলমগীর মোল্লা (৪৫) নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গাড়ি পার্কিং এলাকা থেকে এ ব্যক্তিকে আটক করে এয়ারপোর্ট আর্মড পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পেটের ভেতরে ১১৯০ পিস ইয়াবা ট্যাবলেট রাখার কথা স্বীকার করে আলমগীর মোল্লা। প্রায় সাত ঘণ্টা পর বিশেষ কায়দায় সেই ইয়াবা বের করে আনা হয়। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিমানবন্দর থানার ওসি নূরে আযম মিয়া।
এয়ারপোর্ট আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন শিমুল  বলেন, শুক্রবার আলমগীর মোল্লা বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহির্গামী রাস্তার ডানে গাড়িপার্কিং এলাকায় সন্দেহজনক ঘোরাফেরা করছিল। সে ইউএস বাংলা এয়ারলাইন্সযোগে কক্সবাজার থেকে ঢাকায় আসে। এ সময় তাকে চ্যালেঞ্জ করে আর্মড পুলিশের দায়িত্বরত সদস্যরা। এ সময় সে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী সময়ে বিমানবন্দর আর্মড পুলিশের সদস্যরা তাকে হেফাজতে নিয়ে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে জানায়, তার পেটের ভেতর ইয়াবা ট্যাবলেট বিশেষ কায়দায় রাখা হয়েছে। পররবর্তী সময়ে বিশেষ কায়দায় সাড়ে ৭ ঘণ্টা পর তা বের করে আনা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন শিমুল বলেন, উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ৬ লাখ টাকা। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছেÑ গাজীপুরের কালিয়াকৈরের জনৈক মুমিনুলের অর্থায়নে সে এ ইয়াবা বহন করছিল। আটক আলমগীর মোল্লা মুন্সীগঞ্জের লৌহজংয়ের বাসুদিয়া গ্রামের চাঁন মিয়া মোল্লার ছেলে।