ঢাকা বৃহঃস্পতিবার, ৮ই মে ২০২৫, ২৬শে বৈশাখ ১৪৩২


না.গঞ্জে ‘টক অব দ্য টাউন’ এসপি হারুনের বদলি


৫ নভেম্বর ২০১৯ ১২:৩৬

আপডেট:
৮ মে ২০২৫ ১৮:১২

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশিদের বদলি নারায়ণগঞ্জে ব্যাপক আলোচনা তৈরি করেছে। নগরীর বাবুরাইল এলাকায় ভবন ধসে পড়ার ঘটনাকে ছাপিয়ে রোববার বিকাল থেকে এটি নারায়ণগঞ্জের ‘টক অব দ্য টাউন’।


সোমবার পুলিশ সুপার সম্পর্কে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, পুলিশ সুপার যখন নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিলেন তখন আমরা তাকে স্বাগত জানিয়েছিলাম।

তিনি নারায়ণগঞ্জের মানুষের জন্য আশীর্বাদ হিসেবে এসেছিলেন। কিন্তু তার বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ সেগুলো অত্যন্ত নিন্দনীয় ব্যাপার। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। সে যতটুকু ভালো করেছে তার জন্য তাকে মানুষ ততটুকু ভালো বলবে। আবার যতটুকু খারাপ করেছে ততটুকু খারাপ বলবে।


নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহীন বলেন, তিনি ফুটপাথে অবৈধ দোকানদারদের উচ্ছেদে ব্যবস্থা নিয়েছেন, নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। এগুলো ভালো। কিন্তু তিনি সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বিকে তার বক্তৃতার জন্য পুলিশ সুপারের কার্যালয়ে ডেকে নিয়ে গেছেন। সর্বশেষ যে চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছেন এগুলো অত্যন্ত নিন্দনীয়। এসব বিষয়ে তীব্র নিন্দা জানাই।