শীতার্তদের পাশে জবি ছাত্রলীগ নেতা ইব্রাহীম ফরাজী

সারাজীবন লড়ে যাচ্ছেন জীবনযুদ্ধে। আজ কি তবে হেরে যাবেন তীব্র শীতের কাছে? এমন অনেক শীতার্ত মানুষের হাড়ের কাঁপুনি আমাদের কানে প্রতিধ্বনিত হয় নিয়ত। এরকম একশ অসহায় ও গরীব শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহীম ফরাজী। একেবারেই নিজস্ব উদ্যোগে এই ছাত্রলীগ নেতা তাদের হাতে তুলে দিয়েছেন কম্বল।
বৃহস্পতিবার রাত ১২টার সময় সদরঘাট এলাকার অসহায় ও গরীব শীতার্তদের মাঝে এসব কম্বল তুলে দেন তিনি।
এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্য এবং নৌকার জন্য ভোট প্রার্থনা করেন ও তাদেরকে নৌকায় ভোট দেওয়ার জন্য অনুরোধও করেন এ নেতা।
তিনি এসময় বলেন, এখন শীতকাল, এ সময়ে গরীব-অসহায় মানুষেরা শীতবস্ত্রের অভাবে কষ্ট পান। এই অসহায় মানুষগুলোর কথা চিন্তা করে আমার নিজ উদ্যোগেই তাদের পাশে দাঁড়িয়েছি। আমি মনেকরি এভাবে সকলকে এগিয়ে আসা উচিত।