ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


যানবাহনে ছাত্রলীগের স্টিকার না লাগানোর নির্দেশ


১৫ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৫৯

আপডেট:
১৩ মে ২০২৫ ১২:২৬

সব ধরনের যানবাহনে ছাত্রলীগের লোগো ব্যবহার না করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার কোনো যানবাহনে ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হলো।’

 জানা যায়, সংগঠনটির নেতাকর্মী ছাড়াও বিভিন্ন ব্যক্তি মোটরসাইকেলসহ যানবাহনে ছাত্রলীগের লোগো সংবলিত স্টিকার ব্যবহার করেন।

এমনকি অনেকে নেতিবাচক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনাও হয়েছে অনেক, যা ছাত্রলীগের ভাবমূর্তি নষ্ট করছে। এরই মধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে এ নির্দেশ দেওয়া হলো।