'যেই দেশের মাল, সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে' - ভালুকায় মাওলানা মামুনুল হক
যেদিন প্রত্যেকটি শিক্ষাঙ্গন থেকে আওয়াজ উঠেছিল তুমি কে? আমি কে? রাজাকার, রাজাকার, সেদিনিই মুক্তিযুদ্ধের চেতনাবাজ শেখ হাসিনার ক্ষমতার কফিনে প্যারেক পড়ে গিয়েছিল। বাকি ছিল শুধু জানাজা, ৫ আগস্ট দুপুর বেলায় সেই জানাজা হয়ে মরা লাশ, যে দেশের মাল সেই দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
বুধবার (১০ডিসেম্বর) বিকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার সরকারি কলেজ মাঠে বাংলাদেশ খেলাফত মজলিসের ভালুকা শাখার উদ্যোগে আয়োজিত নির্বাচনী প্রচারণায় এক গণসমাবেশ যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মাওলানা মামুনুল হক আরও বলেন, এখন যারা স্বপ্ন দেখছেন মৃত্যুদন্ড প্রাপ্ত সেই পঁচামাল বাংলাদেশে আসবে, তারা বোকার সর্গে বসবাস করেছেন, ভারতীয় কৃতদাসী স্বাধীন বাংলার মাটিতে কোন দিনেই ফিরে আসবেনা। এসময় মামুনুল হক আগামী জাতীয় সংসদ নির্বাচনে তার দলের রিকশা প্রতীকে ভোট প্রার্থনাও করেন।
সমাবেশে 'বাংলাদেশ খেলাফত মজলিসের' ভালুকা শাখার সভাপতি মুফতি আতিকুল ইসলাম শেখের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত এমপি প্রার্থী হাফেজ মুহাম্মদ মামুনুর রশীদ খানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা আব্দুল আজিজ, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ভালুকা উপজেলা শাখার আমীর সাইফ উল্লাহ পাঠানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
