ঢাকা মঙ্গলবার, ৮ই জুলাই ২০২৫, ২৫শে আষাঢ় ১৪৩২


এসিড নিক্ষেপ: ডিপজলের বিরুদ্ধে নারীর মামলা


প্রকাশিত:
৮ জুলাই ২০২৫ ১৫:৩২

চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল

এসিড নিক্ষেপসহ মারধরের অভিযোগ এনে চলচ্চিত্র অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ডিপজলের পিএস মো. ফয়সালকেও আসামি করা হয়।

মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে মামলাটি করেন রাজিদা আক্তার নামে এক নারী। বাদীর জবানবন্দি রেকর্ড করে সিআইডি তদন্ত করে প্রতিবেদনে দাখিলের নির্দেশ দেন আদালত।

এর আগে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন, ডিপজলসহ ১৩৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। গত বছরের ২ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ফারাহ দিবা ছন্দার আদালতে মামলাটি করেন রেনু বেগম নামের এক নারী।

ওই মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন আদালত।

ডিপজলের বিরুদ্ধে বিভিন্ন একাধিক মামলা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- হত্যা মামলা, অস্ত্র মামলা এবং শিল্পী সমিতির নির্বাচন নিয়ে মামলা।