ঢাকা রবিবার, ৩১শে আগস্ট ২০২৫, ১৬ই ভাদ্র ১৪৩২


রুমির কথায় প্রথমবার তানজিব সারওয়ার


প্রকাশিত:
২৯ আগস্ট ২০২৫ ২১:৩৮

জনপ্রিয় কণ্ঠশিল্পী তানজিব সারোয়ারের কন্ঠে প্রকাশিত হলো নতুন গান ‘বন্ধু রে’। মামুন আফনান রুমি র কথায় গানটির সুর এবং সংগীত করেছেন এপি শুভ। এম এম প্রোডাকশন থেকে গানটি প্রকাশিত হয়েছে মিউজিক ভিডিওসহ। মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আশিক চৌধুরী এবং ইফশিতা শবনম।
কক্সবাজারের মনোরম লোকেশন এর গানটি ভিডিও ধারণ করা হয়েছে। গানটির ভিডিও পরিচালনা করেছেন মোহন ইসলাম।

গানটি নিয়ে তানজিব সারোয়ার বলেন ‘একটু আলাদা ধাঁচের গান আশা করি সবার ভালো লাগবে। রুমি ভাই এর লেখায় প্রকাশিত হওয়া এটা আমার প্রথম গান এবং এপি শুভ মিউজিক এ গানটি আশা করি সবাই পছন্দ করবে।’

গীতিকার মামুন আপনার রুমি বলেন ‘তানজিব ভাইয়ের জন্য এর আগে কাজ করছি কিন্তু ওই গান এখনো রিলিজ হয়নি, এটা আগে রিলিজ হয়ে গেছে আমার ভীষণ পছন্দের এই গানটি আশা করি সবাই গানটি দেখবেন-শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বিশেষ ধন্যবাদ জানাই এম এম প্রোডাকশন এর কর্ণধার মামুন ভাইয়াকে।’