ঢাকা সোমবার, ৮ই ডিসেম্বর ২০২৫, ২৪শে অগ্রহায়ণ ১৪৩২


জাতীয় সেমিনার ও বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৫ উদযাপন


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫ ১৬:০৮

শনিবার ০৬ ডিসেম্বর ২০২৫ বিশ্ব মৃত্তিকা দিবস উপলক্ষে সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ কর্তক সেমিনার এবং বর্নাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

Healthy Soils For Healthy Cities (সুস্থ নগরের জন্য সুস্থ মাটি) এই প্রতিপাদ্যে দিবসটি সারা বিশ্বের মতো বাংলাদেশেও উদযাপিত হয়। সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা কৃষি খামার সড়ক ধরে খামারবাড়ী মোড় প্রদক্ষিণ করে মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, ফার্মগেট গিয়ে শেষ হয়। এরপর দিবসটি উপলক্ষে এসআরডিআই-এর মাল্টিপারপাস হল, মৃত্তিকা ভবন, কৃষি খামার সড়ক, ফার্মগেট, ঢাকায় “Healthy Soils For Healthy Cities ” শীর্ষক সেমিনার আয়োজন করা হয়।

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ড.মোঃ আব্দুস সালাম, নির্বাহী চেয়ারম্যান, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, ঢাকা। এবং বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন ড. এফ এইচ আনসারী,প্রেসিডেন্ট, এসিআই এগ্রি বিজনেস ডিভিশন। উক্ত সেমিনারে আরো উপস্থিত ছিলেন এস এইচ এম মুশফিকুর রহমান, কান্ট্রি হেড, হেকেম বাংলাদেশ।

সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এর সভাপতি ড. মোঃ মনোয়ার করিম খানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এর সাধারণ সম্পাদক ড. বেগম সামিয়া সুলতানা।

সেমিনারের মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মোঃ শহিদুল ইসলাম, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট,গাজীপুর। মূল প্রবন্ধের উপর আলোচনা করেন প্রফেসর ড. মোঃ জহির উদ্দিন, প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন, ড. মোঃ বখতীয়ার উদ্দীন প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ডঃ আব্দুস সালাম বলেন আজ আজ নগরের মাটি নষ্ট হয়ে যাচ্ছে। সেজন্য এখনই মাটির পরিচর্যা এবং সংরক্ষণের পদক্ষেপ গ্রহণ করতে হবে। নতুবা সামনে ভয়াবহ অবস্থা সম্মুখীন হতে হবে।

অনুষ্ঠানে ড. মোঃ শহিদুল ইসলাম, সাবেক মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউট,গাজীপুর কে মৃত্তিকা বিজ্ঞানে অনন্য অবদানের জন্য সয়েল সায়েন্স সোসাইটি অব বাংলাদেশ এর পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পরে সয়েল অলিম্পিয়াডে অংশ গ্রহণকারী শিক্ষার্থীদের সনদ প্রদান করা হয়।

এ অনুষ্ঠানে কৃষি মন্ত্রণালয়াধীন এসআরডিআই, বিএআরসি, ডিএই, বারি, বিনা, বিএডিসিসহ সারা দেশের মৃত্তিকা বিজ্ঞানীগণ এবং দেশের খ্যাতনামা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।