বিপুল ভোটে জয়ী তন্ময়

বাগেরহাট: বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী শেখ সারহান তন্ময় বিপুল ভোটে জয়লাভ করেছেন।
রোববার (৩০ ডিসেম্বর) রাতে সহকারী রির্টানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, নৌকা প্রতীক নিয়ে শেখ সারহান তন্ময় পেয়েছেন ২ লাখ ২১ হাজার ২১২ ভোট। তার নিকটতম প্রতিন্দ্বন্দ্বি বিএনপি প্রার্থী (ধানের শীষ) এমএ সালাম পেয়েছেন ৪ হাজার ৫৯৭ ভোট।
এরআগে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।