রেকর্ড গড়লেন ধানের শীষের সুলতান মনসুর

মৌলভীবাজার-২ আসনে রেকর্ড গড়ে জয় লাভ করেছেন জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত ধানের শীষের প্রার্থী ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ।
জানা যায়, মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীক কখনও জয়ী হতে পারেনি। এমনকি কখনও তৃতীয় থেকে দ্বিতীয় অবস্থানে আসতে পারেনি বিএনপির কোনও প্রার্থী। বরং ১৯৯১ এবং ২০০১ সালে এ আসনে দুইবার জামানত হারায় বিএনপি।
এবার এই আসনে ধানের শীষের প্রতীক নিয়ে লড়লেন ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ। জয়ী হয়ে রেকর্ড গড়েছেন তিনি।
মৌলভীবাজার-২ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মোট ৯৩টি কেন্দ্রের মধ্যে সুলতানের ধানের শীষ নিয়ে পেয়েছেন ৭৯ হাজার ৭৮২ ভোট। অন্যদিকে নৌকা নিয়ে শাহীন পেয়েছেন ৭৭ হাজার ১৪৭ ভোট।