ইসলামবাগে পলিথিন কারখানায় আগুন

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে পলিথিন কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কোনো হতাহতের খবর পাওয়া না গেলেও কারখানার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টা দিকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। শেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। যার কারণে আশপাশের কয়েকটি কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদুল ইসলাম। তিনি জানান, আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে যাচ্ছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।
আগুনের সূত্রপাত বিষয়েও কোন তথ্য পাননি বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা। তবে কারখানার শ্রমিকেরা ধারণা করছেন বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।